আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ অংশ নিতে কাতারে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে তিনি দোহা পৌঁছান।
হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান কাতারের প্রটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অধ্যাপক ইউনূস নিজেও তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভ্যর্থনার ছবি ও বিবরণ শেয়ার করেছেন।
এর আগে, সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দোহার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি ও তার সফরসঙ্গীরা।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এই সফরে গেছেন অধ্যাপক ইউনূস। সফরকালে তার সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে একটি বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
একুশে সংবাদ// আ.ট//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

