সাম্প্রতিক সময়ের আলোচিত একটি ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সদস্য লাঠিপেটা না করে অভিনয়ের মাধ্যমে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করছেন। মানবিক ও বুদ্ধিদীপ্ত এ পুলিশি কৌশলের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসেন তিনি। সেই আলোচিত পুলিশ সদস্য কনস্টেবল মো. রিয়াদ হোসেন এবার পাচ্ছেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল রিয়াদকে এ পদক দেওয়ার পেছনে যুক্তি হিসেবে বলা হয়েছে, তিনি আন্দোলন দমনে জনবান্ধব ও বুদ্ধিদীপ্ত কৌশল প্রয়োগ করেছেন, যা জনশৃঙ্খলা রক্ষায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদ সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রোববার (৬ এপ্রিল) এটি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, “২০২৫ সালে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে কনস্টেবল রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ প্রদান করা হলো।”
অতীতে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সাধারণত পুলিশ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হতো। তবে কনস্টেবল রিয়াদের ক্ষেত্রে তার ব্যতিক্রমী কর্মকৌশল ও সামাজিক প্রশংসার কারণে এবার আলাদা গুরুত্বসহকারে এই পদক প্রদান করা হচ্ছে।
ভিডিওটিতে দেখা যায়, উত্তেজিত পরিস্থিতির মধ্যে লাঠি না তুলে বরং লাঠি দিয়ে অভিনয়ের মাধ্যমে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করেন রিয়াদ। এই মানবিক কৌশলই তাকে এনে দিয়েছে দেশব্যাপী প্রশংসা এবং রাষ্ট্রীয় সম্মান।
একুশে সংবাদ/বিএইচ
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
