AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন দলের আত্মপ্রকাশে ডিসির রিকুইজিশনের গাড়ি, যা বললেন প্রেস সচিব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:১৭ পিএম, ১ মার্চ, ২০২৫
নতুন দলের আত্মপ্রকাশে ডিসির রিকুইজিশনের গাড়ি, যা বললেন প্রেস সচিব

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের রিকুইজিশন করা গাড়ির বিষয়ে কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শুক্রবার আত্মপ্রকাশ করে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অভিযোগ উঠেছে, অনুষ্ঠানে যোগ দিতে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঁচটি বাস রিকুইজিশন দেওয়া হয়।

শনিবার বিকেলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতি নুরুল হক নুরু এ ঘটনার সমালোচনা করেন। তিনি বলেন, ‘নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি গাড়ি ব্যবহার করে ঢাকায় এসেছে ছাত্র-জনতা, যা কাম্য না।’

সংবাদ সম্মেলনে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘পিরোজপুরের ডিসি অফিস দ্বারা ৫টি বাস রিকুইজিশনে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই। জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের পরিবারের অনুরোধে ডিসি তাদের সহায়তা করেন। কিন্তু ডিসি অফিস বা সরকার কোনো খরচ বহন করেনি।’

প্রেস সচিব জানান, পণ্যের মূল্য কিভাবে সহনীয় করা যায় তা নিয়ে কাজ করেছে সরকার।

শফিকুল আলম বলেন, ‘আগের রোজা থেকে এবারের নিত্যপণ্যের মূল্য কম। পুরো রোজায় খাদ্যপণ্যের দাম কিভাবে সহনীয় রাখা যায়, সেটি অন্তবর্তীকালীন সরকারের লক্ষ্য। তেল আমদানির দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সয়াবিন তেলের বাজার মনিটর করা হচ্ছে।’

নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হচ্ছে। নির্বাচনের রোড ম্যাপ দেওয়া হয়েছে। কিন্তু বিএনপি তারিখ চাইছে। স্বল্প সংস্কারের পর ডিসেম্বরই নির্বাচন সম্ভব, সে কথা আগেই বলা হয়েছে৷’

এ সময় প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘পাবনার গণ ডাকাতির ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করেছে অনেক গণমাধ্যম। ৫টি পরিবহনে ডাকাতি হয়েছে। ১০ মিনিটে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে যায়।’

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!