জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত নিতে হবে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় তিনি বলেন, নির্যাতন ও সহিংসতার নানা চিত্র আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে, যা বিচারের আওতায় আনা প্রয়োজন। এ সময় ন্যায়বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে তিনি বলেন, আমাদের যে নতুন রাজনৈতিক দল আসছে তা হবে মধ্যমপন্থী। সামাজিকভাবে আমাদের ঐক্যের জায়গা গড়ে তুলতে হবে। এ সময় গণপরিষদের নির্বাচনের দিকে নজর দেয়ারও আহ্বান জানান তিনি।
একুশে সংবাদ/য.ট/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

