আলোচনা সভা, দোয়া মাহফিলের মধ্যে দিয়ে মোরেলগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কর্মসূচি পালন করে।
এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বাগেরহাট জেলা বিএনপি নেতা, বাগেরহাট -৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেন, বাংলাদেশের ক্রিকেটের বিকাশে অবদান রেখেছেন আরাফাত রহমান কোকো। তিনি নিভৃতচারী ছিলেন, রাজনীতিতে তার কোনো সংশ্লিষ্টতা ছিল না, তারপরও স্বৈরাচার তাকে মুক্তি দেননি।
প্রধান অতিথি কাজী খায়রুজ্জামান শিপন আরও বলেন, আওয়ামী লীগ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর সঠিক চিকিৎসা করতে দেয়নি। এতে বিনা চিকিৎসায় তিনি মারা যান। আমরা এর সঠিক তদন্ত করে বিচারের দাবী জানাই।
তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিচ্ছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনা সুযোগ পাবেন।
শুত্রবার (২৪ জানুয়ারী) বিকাল ৪টায় মোরেলগঞ্জ পৌরপার্কে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, পৌর বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক ফারুক হোসেন সামাদ, থানা বিএনপি যুগ্ন আহবায়ক এফ এম শামীম আহসান, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মিলন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা বিএনপির যুগ্ন আহবায়ক রাসেল ফকির,এছাড়াও মোরেলগঞ্জ থানা ও পৌর বিএনপির কয়েকটি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ মানুষ এ সভায় অংশ নেয়।
একুশে সংবাদ/ এস কে
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
