পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক বদলে যাচ্ছে । সোমবার (২০ ডিসেম্বর) আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এর চূড়ান্ত হতে পারে।
ইতোমধ্যে বিভিন্ন রঙের পোশাক পরে পুলিশ, আনসার ও র্যাবের প্রতিনিধিদল বৈঠকে প্রবেশ করেছে। সেখানে পোশাক নির্বাচন বা চিহ্নিত হবে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, বৈঠকে আয়রন, রয়েল ব্লু, ডিপখাকি, ডিপব্লু, জলপাইসহ কয়েকটি রঙের পোশাকের মডেল উপস্থাপন করা হয়েছে। সেখান থেকে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন বাহিনীর জন্য আলাদা আলাদা রঙের পোশাক চূড়ান্ত করা হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্টের পর পুলিশের সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তন নিয়ে আলোচনা হয়। তারই আলোকে র্যাব পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে। এ নিয়ে গত ১১ আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

