ভারতীয় সীমান্তবর্তী কুড়িগ্রামের রাজীবপুর ও রৌমারী উপজেলার জনসাধারণকে নিয়ে সচেতনতা মূলক সভা করছে বিজিবি। জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) ময়মনসিংহ সেক্টরের উদ্যোগে বিওপি পর্যায়ের গ্রাম গুলোতে এই সভা অনুষ্ঠিত হয়।
সচেতনতা মূলক সভায় কর্নেল হাসানুর রহমান পিএসসি সীমান্তবর্তী এলাকাবাসী উদ্দেশ্য দিকনির্দেশনা মূলক বার্তা প্রচার করেন। তিনি বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমসহ মাদক পাচার, গরু চোরাচালানের সাথে জড়িত না হওয়া, বাংলাদেশী নাগরিক কর্তৃক শূন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঘাস কাটা, ফসল বিনষ্ট করা, ফসল কাটা এবং গবাদি পশু চড়ানো ইত্যাদি কর্মকান্ড পরিহার করা, বাংলাদেশী নাগরিক কর্তৃক প্রতিপক্ষ বিএসএফ, ভারতীয় নাগরিকের সাথে খারাপ অঙ্গভঙ্গি প্রদর্শন, অশ্লীল ভাষা ব্যবহার এবং টহল দলের উপর ইট, পাথর নিক্ষেপ না করা, সন্ধ্যার পর কোন অবস্থাতেই সীমান্ত এলাকায় গমন না করা, বাঁশের আরকি ব্যবহার করে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে গরু পারাপার না করা, মাদক সেবনের কুফল সম্পর্কে আলোচনা এবং মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবিকে তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করা, মানসিক অসুস্থ্য ব্যক্তিদের পাচার রোধে বিজিবিকে তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করা, সীমান্ত এলাকা দিয়ে যাতে জালনোট পাচার হতে না পারে সে ব্যাপারে নিজে সতর্ক থাকা এবং অন্যকে জালনোট পাচার প্রতিরোধে সতর্ক থাকার ব্যাপারে পরামর্শ প্রদান করা, মায়ানমার নাগরিক যাতে কোনভাবেই সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকা এবং বিজিবিকে তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার আহবান জানান স্থানীয়দের কাছে।
তিনি আরও বলেন, সীমান্তে অপরাধের সাথে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজিবি এবং স্থানীয় জনসাধারণের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার নিমিত্তে সকলকের সহযোগিতা কামনা করেন।
গত কয়েকদিনে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ কুড়িগ্রাম জেলার রৌমারী এবং রাজীবপুর উপজেলাধীন সাহেবের আলগা, দাঁতভাংগা, গয়টাপাড়া, মোল্লারচর, রৌমারী, বাংলাবাজার, হিজলামারী, বড়াইবাড়ী, খেয়ারচর ও বালিয়ামারী এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ উপজেলাধীন বাঘারচর, পাথরেরচর, ঝাউডাংগা, কামালপুর ও সাতানীপাড়া বিওপি’র নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় জনসচেতনতামূলক সভা পরিচালনা করা হয় বলে বিজিবি সূত্রে জানা গেছে।
সচেতনতার মূলক সভায় স্থানীয় জনসাধারণের পাশাপাশি উপস্থিত ছিলেন- জনপ্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সচেতনতা মূকল সভার বিষয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি জানায়, সীমান্ত হত্যা, মাদক, চোরাচালান বন্ধে আমার নানা উদ্যোগ নিয়েছি। তারই ধারাবাহিকতায় প্রাথমিক ভাবে সচেতনামূলক সভা করছি বিভিন্ন এলাকায়। সীমান্তে অনৈতিক কার্যক্রম বন্ধে আমরা বদ্ধ পরিকর। পর্যায়ক্রমে এগুলো প্রতিরোধে আমরা কঠোর পদক্ষেপ নিব।
একুশে সংবাদ/বিএইচ