সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও তাঁর মেয়ে টিউলিপ সিদ্দিকের দেশে-বিদেশে লেনদেনের সব নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য দুদকের পক্ষ থেকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে সংস্থাটি অনুসন্ধান টিম সন্দেহভাজন ব্যক্তিদের নামে পরিচালিত সব অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চেয়েছে।
একই সঙ্গে টিম নির্বাচন কমিশন অফিস, ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসেও তাদের ব্যক্তিগত নথি তলব করে চিঠি দেওয়া হয়েছে। শিগগিরই আরও কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নথি তলব করে চিঠি পাঠানো হবে।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

