AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পলিথিন ব্যবহার বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে: পরিবেশ উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:২৮ পিএম, ১ অক্টোবর, ২০২৪
পলিথিন ব্যবহার বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে: পরিবেশ উপদেষ্টা

সুপারশপে পলিথিন শপিংব্যাগ ব্যাগ বন্ধের মধ্য দিয়ে বিদ্যমান নিষেধাজ্ঞার বাস্তব প্রয়োগ শুরু হলো। আগামী নভেম্বর থেকে বাজার ও দোকানপাটে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হবে। যতদিন পলিথিন ব্যবহার পুরোপুরি বন্ধ না হবে ততদিন সরকারের অভিযান চলতেই থাকবে। এমনটা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে সুপারশপে পলিথিন শপিংব্যাগের ব্যবহার বর্জন কার্যক্রম পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, সুপারশপের ব্যবস্থাপকরা খুশি মনে পলিথিন শপিংব্যাগ ব্যবহার না করার বিষয়ে সাড়া দিয়েছেন। আগামী ১ নভেম্বর থেকে কাচা বাজারে এ কার্যক্রম শুরু হবে। ধীরে ধীরে পলিথিন ব্যাগ সারাদেশ থেকে উঠে যাবে। এ সময় ক্রেতাদের বাসা থেকে পলিথিন ব্যাগ না নিয়ে আসার অনুরোধও করেন তিনি।

তাছাড়া, পলিথিন শপিংব্যাগ উৎপাদনের বিরুদ্ধেও অভিযান চালানো হবে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!