শেরপুরের নালিতাবাড়ীতে অসংক্রামক রোগ প্রতিরোধ বিষয়ে পৌর প্রশাসকের সাথে সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর সোমবার পৌর প্রশাসকের কার্যালয়ে সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্স ও সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার আয়োজনে এই এডভোকেসী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ হাফিজা জেসমিন।
এসময় পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আমানুল্লাহ আসিফ, ভোরের বাণী প্রতিনিধি সারোয়ার হোসেন বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় অসংক্রামক রোগের শরীর চর্চার প্রয়োজনীয়তা ও বেশ কিছু সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলো প্রতিরোধে পৌরসভার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন পৌর প্রশাসক।
মতবিনিময় সভায় পৌর সচিব কামরুল হক, প্যানেল মেয়র ও কাউন্সিলরগণ, ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের সদস্য মিঠুন আহমেদসহ সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :