ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীকে আইনের হাতে তুলে দিতে হবে।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।
জাবিতে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটুনি, হাসপাতালে মৃত্যুজাবিতে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটুনি, হাসপাতালে মৃত্যু
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার নয়। এ সময় তিনি প্রকৃত অপরাধী চিহ্নিত করে মামলা দায়েরের আহ্বানও জানান।
জাহাঙ্গীর আলম বলেন, এখন পুলিশ বাদী হয়ে মামলা দিচ্ছে না। ভুক্তভোগীরাই মামলা করছেন, এটা ইতিবাচক।
ঢাবিতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ঢাবিতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ 
পরে আলোচনা সভা প্রসঙ্গে এই উপদেষ্টা বলেন, অনেক ক্ষতি হয়েছে পুলিশের। তাদের মনোবল কীভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত সময়ে পুলিশ জনবান্ধব হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
একুশে সংবাদ/এনএস
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
