গতকাল রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে (আইভিএসি) গিয়ে বিক্ষোভ করেছেন ভিসাপ্রত্যাশীরা। এরই পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা দেশের একটি গণমাধ্যমে জানান, আমরা বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছি। আমরা মৌখিকভাবে নোট (কূটনৈতিক পত্র) পাঠিয়েছি। আমাদের নিরাপত্তা বাড়াতে হবে। আমাদের জন্য এ ধরনের পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয়।
সোমবার দুপুরের পর বিপুল সংখ্যক ভিসাপ্রত্যাশী ভিসা না পাওয়ায় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে গিয়ে বিক্ষোভ করেন। তারা ভিসা না পাওয়ার কারণে ভারত বিরোধী স্লোগান দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিসাপ্রত্যাশীদের প্রতিবাদের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, তারা ভারত বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। স্লোগানে-স্লোগানে তারা বলতে থাকেন, ‘এক দফা এক দাবি, ভিসা চাই ভিসা চাই, ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, ভিসা দে নইলে টাকা ফেরত দে।’
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশে তাদের ভিসা সেন্টার পর্যায়ক্রমে সীমিত করতে থাকে। চলতি মাসে শুরুর দিকে শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার গঠনের আগে বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য ভিসা সেন্টার বন্ধ করে ভারত।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

