স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের ত্যাগ কোনোদিন বৃথা যাবে না। তিনি আরও বলেন, এ আন্দোলনের বিরোধীরা আর কখনো ফিরতে পারবে না।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ‘জুলাই বিপ্লব’ এবং জাজিরা প্রান্তে ‘জুলাই আত্মত্যাগ’ শীর্ষক গ্রাফিতি উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক আন্দোলন নয়; এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায়ের জন্য সংগ্রামের প্রতীক। পদ্মা সেতুতে এই গ্রাফিতি শুধু একটি শিল্পকর্ম নয়, বরং ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রয়াস। জুলাই বীরত্ব ও আত্মত্যাগের এই স্মারক আমাদের মনে করিয়ে দেবে, তরুণ সমাজ স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য কীভাবে আত্মোৎসর্গ করেছে।”
উপদেষ্টা আরও বলেন, “এই আন্দোলন জাতিকে নতুন দিশা দেখিয়েছে। আমি বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ মানুষকে সত্য, ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত করবে।”
গ্রাফিতি ভবিষ্যতে মুছে ফেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যারা এ উদ্যোগের বিরোধিতা করে, তারা আর কোনোদিন ফিরতে পারবে না। যদি কেউ মনে করে থাকেন এ গ্রাফিতি মুছে ফেলা সম্ভব, তবে সেটা তাদের ভ্রান্ত ধারণা।”
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ // র.ন