AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে: রেলমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৫৩ পিএম, ২৭ জুলাই, ২০২৪

নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে: রেলমন্ত্রী

চলমান পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ ও রেলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

শনিবার (২৭ জুলাই) কোটা আন্দোলনের সময় রেলের যে ক্ষয়ক্ষতি হয়েছে এ বিষয়ে কথা বলতে গিয়ে এ কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, সাম্প্রতিক সহিংসতায় ১৯ জুলাই ঢাকায় আসার পথে নরসিংদীতে সন্ত্রাসীদের কবলে পড়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস। এ সময় ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা, এতে পুড়ে যায় তিনটি বগি। এছাড়াও ভাঙচুর করা হয় বেশ কয়েকটি ট্রেনের জানালার কাচ, ইঞ্জিনসহ আগুন দেওয়া হয় রেললাইনে। এসব নাশকতায় রেলের ক্ষতি হয়েছে ২২ কোটি টাকা।

রেলের বাণিজ্য বিভাগ জানিয়েছে রেল বন্ধ থাকলে শুধু যাত্রীবাহী ট্রেন থেকেই প্রতিদিন অন্তত ৪ কোটি টাকা লোকসান হচ্ছে।

এদিকে রেল কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ থাকায় আগাম টিকিটের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করেছে। ভারতগামী ট্রেনের টিকিট আগাম ক্রয় করেও ভ্রমণ করতে না পারা ব্যক্তিদের শনিবার টাকা ফেরত দেওয়া হয়। ইন্টারনেট সেবা পুরোপুরি চালু না হওয়ায় এখনও রিফান্ড শুরু হয়নি আন্তঃনগর ট্রেনের রিফান্ড। প্রথম ধাপে ১৯ থেকে ২৪ জুলাই পর্যন্ত মোট ৬ দিনের আগাম টিকিটের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেবে রেল।


একুশে সংবাদ/য.র.প্র/জাহা

Shwapno
Link copied!