দীর্ঘদিন ব্যাপী চলমান প্রকল্প সমূহের ধীরগতি তথা বার বার মেয়াদ বৃদ্ধির সুস্পষ্ট কারণ উল্লেখপূর্বক পরবর্তী বৈঠকে প্রকল্প সমূহের নাম উপস্থাপনের নির্দেশনা দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
দ্বাদশ জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৪র্থ বৈঠকে এনির্দেশনা দেওযা হয়। রোববার (১৪ জুলাই) কমিটির সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মেজর জেনারেল আব্দুস সালাম, রফিকুল ইসলাম, ড. শ্রী বীরেন শিকদার, মোঃ শহীদুজ্জামান সরকার, আবদুস সবুর, এ কে এম মোস্তাফিজুর রহমান এবং খালেদা বাহার বিউটি বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটিতে পূর্ববর্তী বৈঠকের গৃহীত সিদ্বান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বাস্তবায়নাধীন অর্থনৈতিক শুমারি ২০২৩ এর সর্বশেষ অবস্থা অবহিতকরণ ও বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে বাস্তবায়নাধীন প্রকল্প সমূহের কাজের গতি বৃদ্ধির প্রক্রিয়াগত দিক বিবেচনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগকে অনুরোধ করা হয়।
বৈঠকে প্রকল্প বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট সকলের সমন্বিত অংশ গ্রহণের মাধ্যমে দেশের উন্নয়নের ধারাকে আরো বেগবান ও গতিশীল করার প্রতি গুরুত্বরোপ করা হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন অর্থনৈতিক শুমারি ২০২৩ এর কার্যক্রম যথাযথভাবে সম্পাদনে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
পরিকল্পনা বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, রেলপথ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালকবৃন্দ এবং বিভিন্ন সংস্থা প্রধানগণসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/সা.আ
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
