AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিএনএ স্যাম্পল নিয়ে যা জানালেন আনারকন্যা ডরিন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৩০ পিএম, ৬ জুলাই, ২০২৪

ডিএনএ স্যাম্পল নিয়ে যা জানালেন আনারকন্যা ডরিন

ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে হত্যাকাণ্ডের শিকার আনোয়ারুল আজিম আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনকে চিঠি পাঠিয়েছে কলকাতার সিআইডি। শিগগির কলকাতায় যাবেন তিনি।
শনিবার ৬ জুলাই বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান ডরিন।

তিনি বলেন, ‘যারা ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে যাব তাদের চিঠি পাঠিয়েছে কলকাতার সিআইডি। চিঠিটি বাংলাদেশে চলে এসেছে। আমি আর আমার চাচা খুব শিগগির কলকাতায় যাব।’

এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার অপহরণ ও হত্যার পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেন কালীগঞ্জ উপজেলার জনপ্রতিনিধিরা।

মানববন্ধনে ডরিন বলেন, ‘আমার বাবার হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের ফাঁসি চাই। আমি বাবা হারিয়েছি, বাবাকে আর ফিরে পাব না। অনেকে জেলে আছে, অনেকেই বাইরে আছে, তারা বেঁচে আছে কিন্তু আমার বাবা আর ফিরে আসবেন না। সব আসামির ফাঁসি হলেও বাবাকে আর ফিরে পাব না।’

তিনি বলেন, ‘আমার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে সেটি বিশ্বের ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ড। হত্যার মূলপরিকল্পনারী, অর্থের জোগানদাতা, কিলার ও তথ্য গোপনকারীসহ সবার সর্বোচ্চ শাস্তি চাই।’

আনারকন্যা বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম। প্রধানমন্ত্রী আমার সঙ্গে আছেন। তিনি আমার একমাত্র অভিভাবক। তিনি আমাকে বলেছেন, তদন্ত তদন্তের মতো হবে। সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখি, আমার একমাত্র অভিভাবক, মমতাময়ী মা এ হত্যার বিচার করবেন। কারণ, বাবা হারানোর কষ্ট তিনি আমার চাইতে ভালো জানেন।’

উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার যেখানে খুন হন, সেই সঞ্জিভা গার্ডেনের সেপটিক ট্যাংক থেকে মরদেহের কিছু খণ্ডিত অংশ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। সেই খণ্ডিত অংশ এমপি আনারের কি না, তা নিশ্চিত হতেই ডিএনএন টেস্টের স্যাম্পল দিতে কলকাতা যাওয়ার কথা আনারকন্যা ডরিনের।

একুশে সংবাদ/এসএডি

 

 

 

Link copied!