সরকারিভাবে নিষিদ্ধ ড্রাগ হেলোসিন ক্রয়, বিক্রয় ও ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
শনিবার (১৫ জুন) মহাখালীর বাজার রোডে ঔষধ প্রশাসন অধিদপ্তর সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, উৎপাদনকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং সরকারিভাবে নিষিদ্ধ ড্রাগ হেলোসিন ক্রয় ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকায় এই ওষুধের ক্রয়, বিক্রয় ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, নিষিদ্ধ থাকার পরও এসিআই কোম্পানির এই ওষুধ কীভাবে উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে, এ ব্যাপারে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এই ওষুধ বাজারজাত বন্ধে দেশব্যাপী অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/চ.প.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

