AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তেল-চিনি-খেজুর-চালে শুল্কহার কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৪:৫৯ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৪
তেল-চিনি-খেজুর-চালে শুল্কহার কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আসন্ন রমজান উপলক্ষ্যে ভোজ্যতেল, চিনি, খেজুর ও চালের শুল্কহার কমাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, রমজানে যাতে এসব পণ্যের সরবরাহ কম না হয়।

সোমবার (২৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে তিনি এমন নির্দেশ দেন।

বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

তিনি বলেন,  দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মন্ত্রীরা কি কাজ করেছে তা জানতে চান প্রধানমন্ত্রী। একই সঙ্গে এই চার পণ্য সরবরাহ নিশ্চিতের কথা বলেছেন। সরবরাহ ক্ষেত্রে ঘাটতি যেন না থাকে। সন্মনিতভাবে কাজ করতে নির্দেশ। এ ব্যাপারে এনবিআরকে শুল্ক ছাড়ের পরিমাণ নির্ধারণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

ব্রিফিংয়ে সচিব বলেন, রমজানের পণ্য আমদানি করতে যাতে ডলার সংকট এবং এলসির সমস্যা না হয় সে ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, মন্ত্রিসভার বৈঠকে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার সংশোধন আইন-২০২৪ এর খসড়ায় অনুমোদন দেয়া হয়েছে। আগে দুই বছর পর পর আইনটি সংশোধন করা হলেও আজকের বৈঠকে আইনটিকে স্থায়ী রূপ দেয়া হয়েছে।

এছাড়া, বৈঠকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি আইন-২০২৪ এর খসড়াও অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 


একুশে সংবাদ/ঢ.প.প্র/জাহা

Link copied!