AB Bank
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শীতে নরসুন্দরের জীবন  অসুন্দর


Ekushey Sangbad
ফাহাদ হোসেন, মোরেলগঞ্জ, বাগেরহাট
০৪:৪২ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৪
শীতে নরসুন্দরের জীবন  অসুন্দর

তীব্র শীতে ভালো নেই বাগেরহাটের জেলার নদী তীরবর্তী মোরেলগঞ্জ  উপজেলার  সেলুনের নরসুন্দররা। কনকনে ঠান্ডায় কমেছে তাদের গ্রাহক। ফলে আয়-রোজগার কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। এই পরিস্থিতি মোকাবিলায় অনেকেই পড়ছেন ঋণের ফাঁদে,কেউ কেউ দোকানে বসে গ্রাহক না থাকায় অলস সময় পার করছে।মোরেলগঞ্জ বাজার ঘুরে দেখা গেছে, নরসুন্দররা সেলুনে বসে অন্য কাজ  করছেন। তীব্র শীতে গ্রাহকের আনাগোনা কম থাকায় মাথায় হাতবুলিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

স্থানীয়রা জানান, গেল কয়েক বছরের রেকর্ড ভঙ্গ করেছে বছরের তাপমাত্রা।  এতে শীতের কাবু এখানকার জনজীবন। এ কারণে অনেকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। আর এর প্রভাব পড়েছে সেলুনের নরসুন্দরদের ওপরে। এই উপজেলার প্রায় হাজারেরও  সেলুনের মালিক-কর্মচারী যৌথভাবে এই পেশার সাথে জড়িত। পরোক্ষভাবে এই পেশার ওপর নির্ভশীল। তীব্র শীতে কমেছে তাদের গ্রাহক। অধিকাংশ মানুষ বিলম্বে চুল কাটা ও শেভ করে নিচ্ছেন। কেউ কেউ বাড়িতে নিজেরা শেভের কাজ সারছেন। তাই বিপাকে পড়ছেন নরসুন্দররা। এতে করে পরিবার-পরিজনের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছেন ।মোরেলগঞ্জ বাজারের সেলুন ব্যাবসায়ী বাবুল হাওলাদার বলেন, আগে দৈনন্দিন ৫০০ থেকে ৬০০ টাকা রোজগার করছিলাম। এবার টানা শীতের কারণে সেই রোজগার নেমেছে অর্ধেকে। এতে করে কোনো মতে সংসার চালাচ্ছি।শীত দুর্যোগের কবলে খুব ক্ষতির মধ্যে রয়েছি। এ ব্যাপারে সরকারি সহায়তা পেলে উপকৃত হতাম।

একুশে সংবাদ/এস কে 

Link copied!