AB Bank
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৯:৪৯ পিএম, ৬ এপ্রিল, ২০২৪
ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া

চৈত্রের মাঝামাঝি থেকেই এবার তাপদাহ শুরু হয়েছে, যা প্রতিনিয়ত আরও বাড়ছে। এরই মধ্যে দেশের কয়েকটি বিভাগে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থায় জনজীবনে শঙ্কা দেখা দিয়েছে পবিত্র ঈদুল ফিতরের দিন আবহাওয়া কেমন থাকবে।

আগামী দুদিন তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি মিললেও তা খুব বেশি স্থায়ী হবে না বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সংস্থাটি জানায়, রোববার (৭ এপ্রিল) দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে, সোমবার (৯ এপ্রিল) হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে ঈদের সময় তাপমাত্রা থাকবে স্বাভাবিকের তুলনায় বেশি। রাজশাহী বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আরও কিছুদিন স্থায়ী হবে।

ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে, জানতে চাইলে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবদুরর রহমান সংবাদমাধ্যমকে বলেন, এদিন (ঈদের দিন) বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তাপমাত্রা থাকবে বেশি। গরমে হাঁসফাঁস অবস্থা থাকবে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, বর্তমান আবহাওয়া অবস্থা আরও এক সপ্তাহ বিরাজ করবে। এপ্রিল জুড়েই সারা দেশে তাপপ্রবাহ থাকবে। ভৌগোলিক অবস্থা আর জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণেই আবহাওয়ার এ পরিবর্তন।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ সংবাদমাধ্যমকে বলেন, গত বছর চরম তাপপ্রবাহ ছিল। গত এপ্রিলেও সারা দেশে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে তাপপ্রবাহ ছিল। এবার এপ্রিলজুড়ে সারা দেশে তাপপ্রবাহ থাকবে।


একুশে সংবাদ/ক.ক.প্র/জাহা
 

Link copied!