AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রবাসী স্ত্রীর গলা কেটে থানায় হাজির স্বামী



প্রবাসী স্ত্রীর গলা কেটে থানায় হাজির স্বামী

মৌলভীবাজারের কমলগঞ্জে শিল্পী বেগম (২৬) নামে প্রবাসফেরত স্ত্রীকে নিজ হাতে গলা কেটে হত্যা করেছে স্বামী সফর আলী। হত্যার পর রক্তাক্ত অস্ত্র নিয়ে থানায় হাজির হয় সফর আলী। রোববার (৫ মে) সকাল সাড়ে  ১১টার দিকে কমলগঞ্জ সদর ইউপির বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে। সফর আলী বাঘমারা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের রমজানের চার দিন আগে সৌদি আরবে যান এক সন্তানের জননী শিল্পী বেগম। শনিবার (৪ মে) রাতে সৌদি আরব থেকে দেশে ফেরত এসে রোববার সকালে বাড়ি ফেরেন তিনি। বাড়ি ফেরার পরপরই পরকীয়ার অভিযোগ আনলে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী সফর আলী ঘরে রাখা দেশীয় দা দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন।

ডিউটি অফিসার এসআই শাহজালাল জানান, হঠাৎ করে সকালে অস্ত্র হাতে রক্তাক্ত অবস্থায় একটি লোক এসে বলে, সে তার স্ত্রীকে হত্যা করেছে। পরে ওসি স্যার তাকে ভেতরে এনে লকআপ রাখেন। ওসি স্যারের নেতৃত্বে লাশ আনতে ঘটনাস্থলে গেছে পুলিশের একটি দল।

 

একুশে সংবাদ/কা.ক/সা.আ

Shwapno
Link copied!