`ঈমান-আমলের সমন্বয়ে আলোকিত জাতি গড়ার` প্রত্যয় নিয়ে শ্রীমঙ্গল শহরতলীর দক্ষিণ মুসলিমবাগ আবাসিক এলাকায় (মুসলিমবাগ সুপার শপ) `নূরে মদিনা বালিকা মাদরাসা` নামে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গত ২৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দে যাত্রা শুরু করে।
এএসএ ফাউন্ডেশন শ্রীমঙ্গল কর্তৃক পরিচালিত নূরে মদিনা মাদরাসার শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও লেখাপড়ার মানোন্নয়নের লক্ষে দক্ষিণ মুসলিমবাগ এলাকাবাসির সাথে `মতবিনিময় ও পরামর্শ সভা` শনিবার (৪ মে) রাত সাড়ে ৯টায় দক্ষিণ মুসলিমবাগস্থ (মুসলিমবাগ সুপার শপ) মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
মাদরাসার মুহতামিম মুফতি মোঃ এহসানুল হক এর সভাপতিত্বে ও এএসএ ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সভাপতি শুয়াইবুর রহমান চৌধুরীর সঞ্চালনায়
মতবিনিময় ও পরামর্শ সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শ্রীমঙ্গল কালিঘাট রোডস্থ বাইতুল আমান দারুল উলুম হাফেজিয়া মাদরাসা ও বাইতুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি সভাপতি শাহিন আহমদ, শ্রীমঙ্গল রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের কার্যকরি সভাপতি শামিম আক্তার হোসেন মিন্টু এবং বিশিষ্ট ব্যবসায়ী তানভীরুল আরেফিন লিংকন।
সভায় বক্তব্য দেন এলাকার বিশিষ্ট মুরব্বি কনর মিয়া, মকছুদ মিয়া, আবুল হেসেন, হাবিবুর রহমান, আনোয়ার মিয়া, নাচ্চু মিয়া, ইউনুস মোল্লা, মুসলিমবাগ ইজিবাইক সমিতির সভাপতি ওলিউল্লাহ পলিন, সানস্টার যুব সংঘের সভাপতি ইয়াসিন আহমদ, সেইভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের শ্রীমঙ্গলের সভাপতি মতিউর রহমান মতিন, চাকুরীজীবি সাগর আহমদ, মাদরাসার শিক্ষক মাওলানা নোমান আহমদ, ছওতুল হেরা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল রাজ্জাক প্রমুখ।
এসময় বক্তারা এলাকায় নতুন মাদরাসা প্রতিষ্ঠা হওয়ায় মহান আল্লাহর প্রতি শোকরিয়া আদায় করে মাদরাসার উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন এএসএ ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর অর্থ সম্পাদক আশিকুর রহমান চৌধুরী, সদস্য আব্দুল মান্নান, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আফসার মিয়া, মুহিন উদ্দিন, এলাকার বিশিষ্ট হারুনুর রশিদসহ মুসলিমবাগ রামনগনর এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, যুবকসহ নানা শ্রেণি পেশার শতাধিক মানুষ।
প্রসঙ্গত, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) ও নূরানি তালিমুল কুরআন বোর্ডের অনুমোদিত এ মাদরাসায় চলতি শিক্ষাবর্ষে নাজেরা, হিফজ, আদর্শ নূরানি ও কিতাব বিভাগে ষষ্ঠ শ্রেণি (মিজানুচ্ছরফ) পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করানো হবে। এছাড়া বিশেষ কোর্সসমুহের মাঝে ইভিনিং কুরআন শিক্ষা, গার্লস ফরজে আইন, স্টুডেন্স দ্বীনিয়াত ও ইলমুল ক্বিরআত কোর্সেও শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

