নতুন মন্ত্রিসভা গঠনের পর এবার নতুন করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেয়া হচ্ছে। এ তালিকায় আগের উপদেষ্টাদের সঙ্গে নতুন করে যোগ হচ্ছেন ড. কামাল আব্দুল নাসের চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ৯টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শপথ নেয়ার সঙ্গে সঙ্গে আগের মন্ত্রিসভা যেহেতু ভেঙ্গে গেছে সেহেতু প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মেয়াদও শেষ হয়েছে। তবে শপথ নেয়ার পর আবার নতুন করে উপদেষ্টারা নিয়োগ পাচ্ছেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পূর্ণ মন্ত্রীর মর্যাদা ভোগ করেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে এতোদিন দায়িত্ব পালন করে আসছিলেন ড. মসিউর রহমান (অর্থনৈতিক বিষয়ক), ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী (বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক), মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক (নিরাপত্তা বিষয়ক), সালমান এফ রহমান (বেসরকারি শিল্প ও বিনিয়োগ), ড. মশিউর রহমান (অর্থনৈতিক বিষয়ক) এবং সজীব ওয়াজেদ জয় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

