AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৮ নভেম্বর আসছে কমনওয়েলথ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:১০ পিএম, ১৬ নভেম্বর, ২০২৩

১৮ নভেম্বর আসছে কমনওয়েলথ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল

১৮ নভেম্বর ঢাকায় আসছে কমনওয়েলথ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। ২২ নভেম্বর পর্যন্ত তারা নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে কমনওয়েলথ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকায় আসবে। তারা ১৮ নভেম্বর এসে ২২ নভেম্বর পর্যন্ত তারা নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এছাড়া নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কিছুদিনের মধ্যে ইইউর চার সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে।

হঠাৎ করে দেশে রাশিয়ার যুদ্ধজাহাজ আসার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন বলেন, শুভেচ্ছা সফরে রাশিয়ার নৌবাহিনীর ৩টি যুদ্ধজাহাজ বাংলাদেশে আসে। ১২-১৪ নভেম্বর অবস্থান করে জাহাজগুলো চলে যায়। এটি একটি নিয়মিত বিষয়।

বিদেশি রাষ্ট্রদূতের কর্মস্থল ত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিদেশি রাষ্ট্রদূত কর্মস্থল ত্যাগ করলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানোর নিয়ম রয়েছে। তবে সেই তথ্য গণমাধ্যমকে জানানো সমীচীন নয়।

 


একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা

Shwapno
Link copied!