AB Bank
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ রাশিয়া থেকে দীর্ঘদিন নবায়নযোগ্য জ্বালানি পাবে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:২৬ পিএম, ৭ সেপ্টেম্বর, ২০২৩
বাংলাদেশ রাশিয়া থেকে দীর্ঘদিন নবায়নযোগ্য জ্বালানি পাবে

বাংলাদেশকে দীর্ঘদিন ধরে নবায়নযোগ্য জ্বালানি দেয়ার আশ্বাস দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

 

বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে একথা বলেন আব্দুল মোমেন।

 

এর আগে রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

 

বৈঠক প্রসঙ্গে ড. একে আব্দুল মোমেন বলেন, আমাদের ইস্যু ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আপনারা জেনে খুশি হবেন এটা সময়মতো চালু হবে। আর বাংলাদেশকে দীর্ঘদিন ধরে নবায়নযোগ্য জ্বালানি দেবে রাশিয়া। এমন আশ্বাস পাওয়া গেছে।

 

এছাড়া রাশিয়া থেকে বাংলাদেশ অন্য ধরনের জ্বালানিও নিতে পারবে বলে জানান তিনি।

 

মোমেন বলেন, রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে আমাদের আলোচনা হয়েছে। জানিয়েছি, আমরা যুদ্ধ চাই না। দ্রুত সমাধান চাই।

 

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এলএনজিসহ আরও বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া। স্যাংশনের কারণে সাপ্লাই চেইন বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু আমি আশ্বস্ত করছি, সময় মতোই রূপপুর প্রজেক্ট শেষ হবে।

 

এর আগে সন্ধ্যা ৬টায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছান। তাকে বহন করা বিমানটি রাজধানীর হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। পরে তারা বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাত করার কথা রয়েছে তার। পাশাপাশি তিনি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।

 

এ দিন দুপুরে ঢাকা ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। তার আগে সের্গেই ল্যাভরভ সাবেক সোভিয়েত ইউনিয়নে বাংলাদেশের যেসব বিশিষ্টজন পড়ালেখা করেছেন তাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবেন।

 

একুশে সংবাদ/আ.গ.প্র/জাহা

Link copied!