AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপালগঞ্জে বশেমুরবিপ্রবি ডেপুটি কন্ট্রোলার তিন দিন ধরে নিখোঁজ


Ekushey Sangbad
মোহাম্মদ হুসাইন, গোপালগঞ্জ
০৯:৩৩ পিএম, ২৮ জুন, ২০২৩

গোপালগঞ্জে বশেমুরবিপ্রবি ডেপুটি কন্ট্রোলার তিন দিন ধরে নিখোঁজ

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার মিকাইল ইসলাম টুটুল(৫০) তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন।এ বিষয়ে তার স্ত্রী মৌ গোপালগঞ্জ থানায় একটি জিডি দায়ের করেছেন(ডিডি নং-১২২১, তাং-২৭.০৬.২০২৩)।

 

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক(তদন্ত)শীতল চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, তিনি জেলা শহরের পাচুড়িয়া এলাকার বাসা থেকে ২৬ জুন বিকেলে বেরিয়ে যান, এরপর থেকে তাঁকে আর তার পরিবারের লোকজন খুঁজে পাননি-এমনটি তার পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে।আমরা সম্ভাব্য স্থান গুলোতে তাঁকে থোঁজার চেস্টা চালাচ্ছি।তাঁকে খুঁজে পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

 

নিখোঁজ ডেপুটি কন্ট্রোলার মিকাইল ইসলাম টুটুল-এর স্ত্রী জানিয়েছেন, ঘটনার দিন বিকেল ৩টার দিকে তার স্বামী বাসা থেকে এক কাপড়ে বেরিয়ে যান।এমনকি মানিব্যাগ ও নিজের মোবাইল ফোনটিও নেননি।রাতে যখন তার স্বামী আর বাসায় ফিরে না আসেন তখন আত্মীয়-স্বজন ও বন্ধু বান্ধবদের বাসায়ও খোঁজ খবর নেন।কিন্তু কোথাও তার খোঁজ না পেয়ে অবশেষে থানায় সাধারন ডায়রী করেন।তার সাথে কোন ঝগড়া বিবাদও হয়নি বলে তিনি জানান।

 

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এ কিউ এম মাহবুব এর সাথে এ বিষয়ে কথা হলে তাকে বিষয়টি কেউ জানাননি বলে জানান।

একুশে সংবাদ/স ক

Shwapno
Link copied!