AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সীমান্ত হত্যা বন্ধ করতে আমরা সক্ষম হব: স্বরাষ্ট্রমন্ত্রী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,লালমনিরহাট
০৫:১৮ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৩
সীমান্ত হত্যা বন্ধ করতে আমরা সক্ষম হব: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ফটো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সীমান্ত হত্যা নিয়ে অভিযোগ করে বলেছেন, ভারত সরকার সব সময় বলে তারা সীমান্তে হত্যা বন্ধ করবে কিন্তু তারপরও হত্যার ঘটনা ঘটছে। তিনি বলেন, এক পর্যায়ে এটা বন্ধ করতে আমরা সক্ষম হব। কারণ সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ-ভারত দুই দেশই আন্তরিক।

 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আমাদের কথা ছিল তারা সীমান্তে মারণাস্ত্র ব্যবহার করবে না, তবুও করছে। ভারত সরকার সব সময় বলে তারা সীমান্তে হত্যা বন্ধ করবে কিন্তু তারপরও হত্যার ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন তিনি।

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের তিস্তা ব্যারেজ সংলগ্ন তিস্তার চর এলাকায় নদীপাড়ে রংপুর র‍্যাব-১৩ এর শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে যোগ দেন আসাদুজ্জামান খান কামাল।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন, র‍্যাব ফোর্সেস এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (অপস্) কর্নেল কামরুল হাসান, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান প্রমুখ।

 

পরে চরাঞ্চলের গরীব ও শীতার্ত মানুষের মাঝে  প্রায় ৬ হাজার শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

একুশে সংবাদ.কম/ডি.এম.প্র/জাহাঙ্গীর

 

 

Link copied!