২৪ নভেম্বর সন্ধ্যা ছয়টা থেকে ২৭ নভেম্বর সকাল ছয়টা পর্যন্ত মোট ৬০ ঘণ্টা রাজধানীর বিমানবন্দর স্টেশন এলাকার সড়ক পথ ব্যবহার না করে উল্লেখিত সময় বিকল্পপথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। এই ৬০ ঘণ্টায় বিশেষ ব্যবস্থাপনায় সড়কের উন্নয়নকাজ চলবে।
বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ চলায় এ সময়ে ওই রাস্তা এড়িয়ে চলাচল করতে বলা হয়েছে। প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এই অনুরোধ জানানো হয়।
জনসাধারণের জন্য এয়ারপোর্ট রোডে বিশেষ ট্রাফিক নির্দেশনা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যান চলাচল স্থায়ীভাবে নির্বিঘ্ন করার লক্ষ্যে বিআরটি প্রকল্পের আওতাভুক্ত ঢাকা বিমানবন্দর স্টেশন এলাকায় আগামী ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় সড়কের উন্নয়ন কাজ চলমান থাকবে। এ অবস্থায় যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় ওই করিডোরে চলাচলরত জনসাধারণ ও পরিবহনকে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ বিষয়ে সবার সহানুভূতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য। সাময়িক অসুবিধা জন্য কর্তৃপক্ষ আনন্তরিকভাবে দুঃখিত।
একুশে সংবাদ.কম/চট/জাহাঙ্গীর
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
