বিদ্যুতের ঘাটতি কমাতে সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। গত ১৯ জুলাই থেকে রাজধানীসহ সারাদেশে এ শিডিউল কার্যকর হয়েছে। এরমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে।
বুধবার (১৭ আগস্ট ) সকাল ১০টা থেকেও শুরু হয়েছে লোডশেডিং কার্যক্রম। চলবে রাত ১০টা পর্যন্ত।
রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) আজ কোথায় কখন লোডশেডিং করবে, সে তালিকাও জানিয়ে দিয়েছে।
কোন এলাকায় আজ কখন লোডশেডিং, জানতে ডিপিডিসি গ্রাহকরা এখানে ক্লিক করুন এবং ডেসকো গ্রাহকরা এখানে ক্লিক করুন।
একুশে সংবাদ.কম/জা.হা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

