পাবনা সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা–পাবনা মহাসড়কের গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া অংশে এই দুর্ঘটনা ঘটে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সকালে একটি অটোভ্যান পাবনা শহরের দিকে যাচ্ছিল। পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
তিনি আরও বলেন, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে তারা পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়, তবে পুলিশ সেটি শনাক্তের চেষ্টা করছে বলে জানিয়েছেন ওসি মোস্তাফিজুর রহমান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

