বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে—এর কোনো বিকল্প নেই।”
শনিবার (২৫ অক্টোবর) রাতে মুকসুদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সেলিমুজ্জামান সেলিম বলেন, “তারুণ্যনির্ভর আগামীর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময়। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা এসেছে। এই নির্বাচন হবে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই।”
তিনি আরও বলেন, “উপজেলার প্রতিটি নেতাকর্মীর লক্ষ্য একটাই হওয়া উচিত—দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান তাজ।
এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহামুদুল হাসান বাপ্পীসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

