AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রতারণার অভিযোগে বিকাশ কর্মকর্তা গ্রেফতার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:১৯ পিএম, ৩ নভেম্বর, ২০২১

প্রতারণার অভিযোগে বিকাশ কর্মকর্তা গ্রেফতার

বিকাশ প্রতারণার সহিত জড়িত থাকার অভিযােগে বিকাশ কর্মকর্তা তানভীর সিরাজীকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। 

আজ বেলা ১২ টায় সিআইডি সদরদপ্তর মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সিআইডির সিরিয়াস ক্রাইম এর বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান বলেন, বিকাশ প্রতারণার ঘটনা বাংলাদেশে নতুন না। বিকাশ প্রতারণায় প্রাই সময় বিকাশ গ্রাহকরা বিভিন্ন প্রতারক চক্রের মাধ্যমে প্রতারিত হচ্ছে। কিন্ত এবার বিকাশ প্রতারণায় খোদ বিকাশ কর্মকর্তার জড়িত থাকার বিষয়টি সিআইডির জালে ধরা পড়েছে। পুলিশ জানায় বিকাশ কর্মকর্তার মাধ্যমে বিকাশ এজেন্টের  টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার ঘটনায় একজন বিকাশ এজেন্টের মালিক একটি মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট ঘটনা সংক্রান্তে সখিপুর (টাঙ্গাইল) থানার মামলা নং-০৬, গত ৩  মার্চ ২০২১, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড রুজু হয়।

সিআইডি জানায় মামলার বাদী রাসেল ও তার পাশের দোকানদার চিত্ত রঞ্জন টাংগাইল জেলার সখিপুর থানার তক্তারচালা বাজারের বিকাশ ব্যবসায়ী। তাদের বিকাশ এজেন্ট নাম্বারে প্রতারকগন ফোন দিয়ে নিজেদের বিকাশ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন অফারের কথা বলে ওটিপি/ পিনকোড নাম্বার নিয়ে মােট ৪ লক্ষ ৪৮ হাজার টাকা সেন্ড মানি করে হাতিয়ে নেয়।

উক্ত মামলাটি সিআইডির সিরিয়াস ক্রাইম শাখা কর্তৃক তদন্তের জন্য অধিগ্রহন করতঃ তদন্তকালে ঘটনার সহিত জড়িত থাকার অভিযােগে বিকাশ প্রতারক চক্রের ৬ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সােপর্দ করা হয়। উক্ত আসামীদের মধ্যে ৩ জন আসামী বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারা মতে স্বীকারােক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এবং জবানবন্দিতে তাদের সহযােগী বিকাশ প্রতারণার কাজে বিকাশের টেরিটরি ম্যানেজার তানভীর জড়িত আছে মর্মে উল্লেখ করেন।

সিআইডির সিরিয়াস ক্রাইম শাখার একটি টিম মূল আসামী  মােঃ তানভীর সিরাজী @ সিজার (৩৮)'কে গাজীপুর মহানগরীর টংগী পূর্ব থানা এলাকা হতে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ । 

গ্রেফতারকৃত মােঃ তানভীর সিরাজী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে অনার্স এবং মাষ্টার্স সম্পন্ন করেছে। সে ২০১২ সালে টেরিটরি ম্যানেজার হিসেবে বিকাশে যােগদান করেন। যােগদানের পরবর্তীতে সে ঢাকা, নেত্রকোনা, গাজীপুর, কিশােরগঞ্জে কর্মকালীন সময়ে বিকাশ প্রতারকদের টাকার বিনিময়ে বিকাশ এজেন্ট নাম্বার সম্বলিত শীট সরবরাহ করত। বিকাশ প্রতারকগন তার নিকট হতে প্রাপ্ত এজেন্ট নম্বরের তথ্য সম্বলিত শীট এর নাম্বারে ফোন দিয়ে বিকাশ কর্মকর্তা পরিচয় দিয়ে তাদের বিভিন্ন অফারের কথা বলে ওটিপি/পাসওয়ার্ড নিয়ে সমূদয় টাকা সেন্ডমানি করে হাতিয়ে নিত। 

তানভীর একজন বিকাশ কর্মকর্তা হয়ে প্রতারকদের এই কাজে টাকার বিনিময়ে তথ্য সহযােগিতা করত বলে স্বীকার করে। এ ধরনের প্রতারণার সাথে জড়িত অন্যান্য প্রতারকদের গ্রেফতারের লক্ষে সিআইডি'র অভিযান অব্যাহত আছে বলে জানান সিআইডি পুলিশের এই কর্মকর্তা।

একুশে সংবাদ/বেলাল/বা

Link copied!