প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় পুনর্গঠনের লক্ষ্য তুলে ধরে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন। এতে রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের পাশাপাশি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের “জাতীয় বীর” হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি জানানো হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক জনসমাবেশে এ ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে পাঠ করেন তিনি।
ড. ইউনূস বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে বিজয়ী জনগণের আকাঙ্ক্ষা ও আত্মত্যাগের মর্যাদা দিতেই এই ঘোষণাপত্র রচিত হয়েছে।”
ঘোষণাপত্রের ২৪তম দফায় বলা হয়েছে, “গণমানুষের পক্ষ থেকে ৫ আগস্ট শহীদদের জাতীয় বীর ঘোষণা করা হলো। তাঁদের পরিবার, আহত ও অংশগ্রহণকারী নাগরিকদের জন্য পূর্ণ আইনি নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে।”
এছাড়া ঘোষণা করা হয়, ছাত্র-জনতার এই আন্দোলনকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং ভবিষ্যৎ নির্বাচিত সরকার ‘জুলাই ঘোষণাপত্র’-কে সংস্কারকৃত সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করবে।
একুশে সংবাদ/এ.জে