AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কক্সবাজারে নয়, বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন পিটার হাস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:১৪ পিএম, ৫ আগস্ট, ২০২৫

কক্সবাজারে নয়, বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন পিটার হাস

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র।

মঙ্গলবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের কক্সবাজার সফর ঘিরে নানা আলোচনা শুরু হয়। বিশেষ করে কক্সবাজারের একটি হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ে, যা বিভিন্ন টেলিভিশন রিপোর্টে উঠে আসে।

তবে এনসিপির পক্ষ থেকে বিষয়টিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও মনগড়া’ বলে দাবি করা হয়েছে। দলের মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, “এটি পুরোপুরি একটি গুজব এবং ভুল তথ্য। আমরা শুধু বেড়াতে এসেছি, এর বাইরে আর কিছু নয়।”

এ বিষয়ে হোটেল সি পার্লের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুজ্জামান জানিয়েছেন, “হোটেলে পিটার হাস তো দূরের কথা, কোনো বিদেশি অতিথিই আসেননি। ফলে বৈঠক সংক্রান্ত গুজবের কোনো ভিত্তি নেই।”

উল্লেখ্য, পিটার হাস ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জিতে কৌশলগত উপদেষ্টা হিসেবে কর্মরত।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!