স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ‘যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের নিরাপত্তা বাহিনীর অভিযান চলবে। গুলশানের অভিযান তারই একটি অংশ।’
শনিবার দুপুরে মগবাজার ওয়্যারলেস কলোনি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এস টি এস) উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর কাজ করছে বলেই সিরাজগঞ্জে জঙ্গি আস্তানার জঙ্গিরা আত্মসমর্পণ করেছে।
প্রসঙ্গত, শুক্রবার রাত থেকে শনিবার সকাল ১১টা পর্যন্ত গুলশান সংলগ্ন মেরুল বাড্ডায় গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালায় র্যাব। তার বাসা থেকে মদ, পিস্তলসহ বিপুল পরিমাণ স্বর্ণ ও টাকা উদ্ধার করা হয়।
এই ঘটনায় মনির হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা করা হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
একুশে সংবাদ/ঢা/এআরএম



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

