অস্ত্র আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার দ্বিতীয় বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. ইব্রাহিম মিয়া এই রায় ঘোষণা করেন।
রায়ে বলা হয়েছে, অভিযুক্ত ইসমাইল চৌধুরী সম্রাটকে অস্ত্র আইন, ১৮৭৮ সালের ১৯(ক) ধারার অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার সাজা আত্মসমর্পণ বা গ্রেফতারের তারিখ থেকে কার্যকর হবে।
মামলায় রাষ্ট্রপক্ষের পক্ষে ১০ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, যা আদালত অপরাধ প্রমাণে যথেষ্ট মনে করেছে।
আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে র্যাব সম্রাটকে গ্রেফতার করে। পরদিন তাকে নিয়ে ঢাকার কাকরাইলের অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, আগ্নেয়াস্ত্র এবং বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়।
বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে তাকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করে।
এরপর ৭ অক্টোবর র্যাব-১ এর ডিএডি আবদুল খালেক বাদী হয়ে রমনা থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২০ সালের ৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর এসআই শেখর চন্দ্র মল্লিক আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
চলতি বছরের ১৬ জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
২০১৯ সালের সেপ্টেম্বরে রাজধানীতে অবৈধ ক্যাসিনো ব্যবসা উন্মোচনের পর সম্রাটের নাম দেশজুড়ে আলোচনায় আসে। তিনি ছিলেন তৎকালীন যুবলীগ দক্ষিণের সভাপতি এবং ক্যাসিনো সিন্ডিকেটের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

