জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী ১৩ নভেম্বর রায় ঘোষণা করবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের তারিখ ঘোষণা করেন।
এর আগে বুধবার (২২ অক্টোবর) আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। এরপর প্রসিকিউশন পক্ষ যুক্তিখণ্ডন (রিবাটাল) করেন। বৃহস্পতিবার মামলার সর্বশেষ দিনের যুক্তিতর্কও প্রসিকিউশন উপস্থাপন করেছে। ট্রাইব্যুনালে এদিন বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর, এছাড়া অ্যাটর্নি জেনারেলও বক্তব্য দেন।
মামলায় এ পর্যন্ত মোট ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন, যার মধ্যে রয়েছে শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি এবং চিকিৎসক।
রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন জুলাই-আগস্ট গণহত্যাকালীন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি গণহত্যার পেছনের ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং নির্দেশদাতা ও বাস্তবায়নের দায়িত্বে থাকা ব্যক্তিদের নাম উল্লেখ করেন।
প্রসিকিউশনের দাবি, এতদূর উপস্থাপিত সাক্ষ্য ও প্রমাণ পৃথিবীর যেকোনো আদালতে আসামিদের অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট।
একুশে সংবাদ/এ.জে