গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সাপের কামড়ে এনামুল হক (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরের দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত এনামুল হক উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের হাবিজার রহমানের ছেলে। তিনি ধাপেরহাট মনিকৃষ্ণ সেন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে এনামুল মাছ ধরার (ঠুসি বসানোর) জন্য বাড়ির পার্শ্ববর্তী বিলে যান। সেখানে মাছ ধরার ফাঁদ পাতানোর সময় তাকে বিষধর সাপ কামড় দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রংপুরে নেওয়ার পথে এনামুলের মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জালাল উদ্দীন বলেন, “এনামুল হক এ বছর এসএসসি পাশ করে ধাপেরহাট মনিকৃষ্ণ সেন ডিগ্রি কলেজে ভর্তি হয়েছিল।”
এদিকে এনামুলের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকায় মুহূর্তের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ছেলেকে হারিয়ে তার বাবা-মা ও আত্মীয়স্বজনের বুকফাটা আর্তনাদ আর কান্নায় আকাশ-বাতাস যেন ভারী হয়ে উঠছে।
বুধবার বাদ আছর নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
একুশে সংবাদ/এ.জে