প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, আপিল বিভাগ সাময়িক সমাধান হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে চায় না। বরং নির্বাচনকালীন সরকারের জন্য এমন একটি কার্যকর ও স্থায়ী সমাধান প্রয়োজন, যা ভবিষ্যতে আর ব্যাহত হবে না এবং গণতন্ত্রকে শক্ত ভিত্তি দেবে।
বুধবার (২৭ আগস্ট) ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) শুনানির দ্বিতীয় দিনে তিনি এ মন্তব্য করেন। আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চে আজকের শুনানি চলছে প্রধান বিচারপতির নেতৃত্বে। রাষ্ট্রপক্ষে উপস্থিত আছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
এর আগে গতকাল বিএনপি ও জামায়াতের আইনজীবীরা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দেওয়া রায়কে বিতর্কিত উল্লেখ করে তা বাতিলের দাবি জানান। ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার জন্য বিএনপি, জামায়াত, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তি মিলে মোট পাঁচটি আবেদন করেছিলেন।
উল্লেখ্য, ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল ঘোষণা করে। পরে গত বছরের অক্টোবরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়টির পুনর্বিবেচনার আবেদন করেন।
একুশে সংবাদ/কা.বে/এ.জে