AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রায়গঞ্জে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশী লেনিনের জনসভা অনুষ্ঠিত



রায়গঞ্জে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশী লেনিনের জনসভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় ঘুড়কা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড চত্বরে এ জনসভা হয়।

সভায় সভাপতিত্ব করেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার এবং সঞ্চালনা করেন ঘুড়কা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হান্নান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ বারের সাবেক জাতীয় সংসদ সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, প্রয়াত জননেতা আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের সুযোগ্য পুত্র, জেলা বিএনপির নির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী রাহিদ মান্নান লেনিন।

বিশেষ অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবর আলী খোকন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইকবাল হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিরন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৈয়ব আলী, সলঙ্গা থানা যুবদলের সভাপতি রাশিদুল হাসান পাপন, সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম, মনোনয়নপ্রত্যাশী অধ্যক্ষ আমিনুল বারী তালুকদারসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে রাহিদ মান্নান লেনিন বলেন,“তারেক রহমান ঘোষিত রাষ্ট্রসংস্কারের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়—এটি জাতিকে নতুন পথে এগিয়ে নেওয়ার এক ঐতিহাসিক অঙ্গীকার। এই ৩১ দফার প্রতিটি ধারা জনগণের অধিকার, যুবসমাজের কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি বহন করে।”

তিনি আরও বলেন,“তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

সভায় রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!