AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেশবপুরে নারী নেত্রীদের অংশগ্রহণে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত


Ekushey Sangbad
মো. জাকির হোসেন, কেশবপুর, যশোর
১১:৪১ এএম, ২৫ অক্টোবর, ২০২৫

কেশবপুরে নারী নেত্রীদের অংশগ্রহণে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি এবং ধানের শীষের প্রচারণায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ত করার লক্ষ্যে কেশবপুরে নারী নেত্রীদের অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর)বিকেলে কেশবপুর পৌরসভার ২নং ভোগতি নরেন্দ্রপুর ও ৭নং মধ্যকুল ওয়ার্ডে পৃথকভাবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

২নং ওয়ার্ডে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মতিন গাজী।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা মহিলা দলের নেত্রী নাজমা সুলতানা ও শাহানারা পারভীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুল রহমান, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস এবং সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী প্রমুখ।

পরে বিকেল সাড়ে ৫টায় ৭নং ওয়ার্ডে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি এলাহী বক্স।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ।

এই বৈঠকেও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা মহিলা দলের নেত্রী নাজমা সুলতানা ও শাহানারা পারভীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুল রহমান, সাধারণ সম্পাদক আবুল কাসেম এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ দুটি উঠান বৈঠকে স্থানীয় নারী নেত্রী, তরুণ ভোটার ও তৃণমূল কর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, “দেশের চলমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে সফল করা।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!