নিউইয়র্কে জাতিসংঘের উদ্যোগে আয়োজিত “ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন” শীর্ষক সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় ক্ষুধার্ত মানুষের ছবি প্রদর্শন করেন।
ভাষণে তিনি বলেন, গাজায় অব্যাহত গণহত্যায় এখন পর্যন্ত ৬৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ হত্যাযজ্ঞ কোনোভাবেই মানবিক বিবেকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেন তিনি। এরদোয়ান জোর দিয়ে বলেন, অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে, মানবিক সহায়তা নির্বিঘ্ন প্রবেশের ব্যবস্থা করতে হবে এবং ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করতে হবে।
তিনি আরও জানান, ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এরদোয়ান একে “অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ” হিসেবে অভিহিত করেন এবং আশা প্রকাশ করেন যে এসব উদ্যোগ দুই-রাষ্ট্র সমাধানের বাস্তবায়নকে ত্বরান্বিত করবে।
আগামী মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে এরদোয়ান বৈশ্বিক শাসন কাঠামো, বিশেষত নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়টি তুলবেন বলে জানা গেছে। প্রথম দিনের চতুর্থ বক্তা হিসেবে তিনি ভাষণ দেবেন।
একুশে সংবাদ/এ.জে