AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাংবাদিকদের সাথে বিআরডিবি চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলাম চৌধুরীর মতবিনিময় সভা


Ekushey Sangbad
পারভেজ আহমেদ, কমলগঞ্জ, মৌলভীবাজার
০৬:৩৭ পিএম, ১০ নভেম্বর, ২০২৫

সাংবাদিকদের সাথে বিআরডিবি চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলাম চৌধুরীর মতবিনিময় সভা

আসন্ন ২৫ নভেম্বরের নির্বাচন উপলক্ষে কমলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) চেয়ারম্যান পদপ্রার্থী ময়নুল ইসলাম চৌধুরী। সোমবার (১১ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলাম চৌধুরী বলেন, নির্বাচিত হলে তিনি বিআরডিবি’কে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করবেন। পল্লী অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে এবং সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়নে তিনি সচেষ্ট থাকবেন। এছাড়া বিআরডিবি’র সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার এবং তাদের সুবিধা-অসুবিধা নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

মতবিনিময়কালে উপস্থিত সাংবাদিকরা বিআরডিবি’র বর্তমান পরিস্থিতি এবং প্রার্থীর নির্বাচনী ইশতেহার নিয়ে নানা প্রশ্ন করেন। প্রার্থী আন্তরিকভাবে সকল প্রশ্নের জবাব দেন এবং প্রতিষ্ঠানটিকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, সাবেক আহ্বায়ক এমএ ওয়াহিদ রুলুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর উদ্যোগকে সাংবাদিকরা স্বাগত জানান এবং সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!