মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত বিশ্বখ্যাত পেট্রোনাস টাওয়ার কমপ্লেক্সের তৃতীয় ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১ নভেম্বর) সকালে স্থানীয় সময় এই আগুন লাগে বলে জানিয়েছে কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট। ঘটনার পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভবন থেকে ধোঁয়া ওঠার ছবি ও ভিডিও, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পরিচালক হাসান আস’আরী ওমর জানান, ঘটনাস্থলে দ্রুত বেশ কয়েকটি ফায়ার ইউনিট ও উদ্ধারকর্মী পাঠানো হয়। অল্প সময়ের মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাওয়ারের উপরের তলায় অবস্থিত একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

