AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কিরগিজস্তান থেকে দেশে ফিরলেন ১৮০ বাংলাদেশি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৫১ এএম, ১০ সেপ্টেম্বর, ২০২৫

কিরগিজস্তান থেকে দেশে ফিরলেন ১৮০ বাংলাদেশি

গার্মেন্টস ও নির্মাণ খাতে উচ্চ বেতনের চাকরির প্রলোভনে কিরগিজস্তানে গিয়ে কাজ না পাওয়া, বেতন বঞ্চনা ও প্রতারণার শিকার হওয়া ১৮০ জন বাংলাদেশি অবশেষে দেশে ফিরেছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টায় তারা কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে বিশেষ এক ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ফেরত আসা বাংলাদেশিদের সহায়তায় বিমানবন্দরে উপস্থিত ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ডেস্ক ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকেও তাদের অর্থ ও জরুরি সহায়তা দেওয়া হয়।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান বলেন, “উচ্চ বেতনের লোভ দেখিয়ে এই মানুষগুলোকে কিরগিজস্তানে নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে অনেকে কাজ পাননি, বেতন পাননি, কেউ কেউ আবার ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। অনেক পরিবার মুক্তিপণ দিতে বাধ্য হয়েছে।”

লালমনিরহাটের শহীদুল ইসলাম (৪৫): ওয়েল্ডিংয়ের কাজের আশায় ২০২৪ সালের ৩ জুন বিশকেক পৌঁছালেও পরদিনই ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। সাত মাস বিনা বেতনে কাজ করে শেষে কিরগিজ কর্তৃপক্ষের হাতে ধরা দেন। তিন মাস জেল খেটে দেশে ফিরলেন।

শরীয়তপুরের প্রিন্স মিয়া (২১): দালাল ইউরোপ পাঠানোর কথা বলে প্রথমে তাকে দুবাই, পরে বিশকেক নিয়ে যায়। ইতালি পাঠানোর আশ্বাসে ৪ লাখ ৮০ হাজার টাকা নিলেও শেষ পর্যন্ত তিনি ৪৪ দিন কারাভোগ করে দেশে ফিরতে বাধ্য হন।

কুষ্টিয়ার মিলন আলী (৩৮): ওয়েল্ডিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেও কোনো সহায়তা পাননি। টানা চার মাস বেতন না পেয়ে নিজেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আত্মসমর্পণ করেন।

সাম্প্রতিক সময়ে মধ্য এশিয়ার দেশগুলোতে বাংলাদেশিদের প্রতারণার শিকার হয়ে বিপাকে পড়ার ঘটনা বাড়ছে। শ্রমিকরা বলছেন, দালাল চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরির আশ্বাস দিলেও বাস্তবে তাদের নথিপত্র গোপন করে অবৈধভাবে কাজে নামানো হয়, আর অনেকেই মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!