AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:৫৯ পিএম, ৯ সেপ্টেম্বর, ২০২৫

কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল

কাতারের রাজধানী দোহায় হামাসের কর্মকর্তাদের বৈঠককে লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গাজার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন হামাসের শীর্ষ নেতারা। সে সময় শহরের কাটারা এলাকায় পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ধোঁয়া উঠতে দেখা যায়।

ইসরায়েলি সেনাবাহিনী হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, এই আক্রমণ সরাসরি হামাসের উচ্চপর্যায়ের নেতৃত্বকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে। হামাসের এক জ্যেষ্ঠ প্রতিনিধি আল জাজিরাকে জানান, আলোচনার জন্য দোহায় অবস্থানরত ফিলিস্তিনি প্রতিনিধিদলই ছিল এ হামলার মূল টার্গেট।

দোহায় ইসরায়েলের এটাই প্রথম হামলা, যেখানে সরাসরি যুদ্ধবিরতি আলোচনায় যুক্ত পক্ষকে টার্গেট করা হলো।

ঘটনার নিন্দা জানিয়ে কাতার সরকার বলেছে, আঞ্চলিক নিরাপত্তা ও তাদের সার্বভৌমত্বের ওপর এমন বেপরোয়া আক্রমণ কোনোভাবেই সহ্য করা হবে না। হামলার বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!