নেপালে টানা সহিংসতা, অরাজকতা ও তরুণ প্রজন্মের বিক্ষোভের চাপের মুখে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল পদত্যাগ করেছেন। এর কয়েক ঘণ্টা আগে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন কে পি শর্মা ওলি।
রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসিডেন্ট কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে পাউডেলের পদত্যাগের বিষয়টি জানানো হয়।
নেপালের রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে কারফিউ ভঙ্গ করে বিক্ষোভ চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন সহিংস রূপ নেয়, যার জেরে ইতোমধ্যে বহু প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে।
এ অবস্থায় একদিনে দেশটির সর্বোচ্চ দু’টি নির্বাহী পদ শূন্য হওয়ায় নেপালের রাজনৈতিক অনিশ্চয়তা আরও ঘনীভূত হলো।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

