যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অধিকাংশ শুল্ককে অবৈধ ঘোষণা করেছে দেশটির ফেডারেল আপিল আদালত। শুক্রবার প্রকাশিত রায়ে আদালত জানায়, শুল্ক আরোপে ট্রাম্প প্রশাসন ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট (আইইপিএ) আইন যথাযথভাবে প্রয়োগ করেনি, বরং এর অপব্যবহার করেছে।
রায়ে বলা হয়, প্রেসিডেন্ট আইইপিএ আইনের অধীনে শুল্ক আরোপ করতে পারেন, তবে কেবল নির্দিষ্ট পরিস্থিতিতে এবং কংগ্রেসের সুপারিশ থাকলেই তা বৈধ হবে। কিন্তু ট্রাম্প যেসব দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন—তার বেশিরভাগ ক্ষেত্রেই কংগ্রেসের অনুমোদন ছিল না।
ফেডারেল আদালতের ১১ বিচারকের মধ্যে ৭ জন এই সিদ্ধান্তের পক্ষে মত দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, ১৪ অক্টোবরের পর থেকে এ রায় কার্যকর হবে। তবে চাইলে ট্রাম্প এই রায়কে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে পারবেন।
আদালতের ১২৭ পৃষ্ঠার রায়ে স্পষ্ট বলা হয়েছে, শুল্ক আরোপের সাংবিধানিক ক্ষমতা মূলত কংগ্রেসের হাতে, প্রেসিডেন্টের নয়।
রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় ট্রাম্প দাবি করেন, তার শুল্কনীতি যুক্তরাষ্ট্রকে বাণিজ্য ঘাটতি থেকে রক্ষা করেছিল। তিনি বলেন, “আপিল আদালতের রায় বিভক্ত ও বেঠিক। এটি কার্যকর হলে আমাদের অর্থনীতি ধ্বংস হবে।” তিনি ঘোষণা দেন, সুপ্রিম কোর্টে গিয়েই এ রায়কে চ্যালেঞ্জ করা হবে।
২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ট্রাম্প। এরপর চলতি বছরের ২ এপ্রিল তিনি বিশ্বের অনেক দেশের রপ্তানির ওপর বাড়তি শুল্ক আরোপ করেন। যুক্তরাষ্ট্রের বিপুল বাণিজ্য ঘাটতি কমানোর অজুহাতে তিনি এই নীতি গ্রহণ করেছিলেন।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে