ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ সাতজন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলি, কার্তুজ, ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আদালতে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার(৩১ অক্টোবর) সকালে আশুলিয়ার জামগড়া আর্মি ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে আশুলিয়ার গাজীরচট ও কান্দাইল এলাকায় সেনা সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন।

যৌথ বাহিনীর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর রাতে ওই এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলির শব্দে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর খবরের ভিত্তিতে সমালোচিত অভিনেতা এ আর মন্টুর বাসভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, দুটি পিস্তলের ম্যাগাজিন, ১৭টি শটগানের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ, চারটি দেশি অস্ত্র, প্রায় সাড়ে তিন হাজার পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা, চার লিটার দেশি মদ ও তিনটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন— অভিনেতা এ আর মন্টুর ছোট ছেলে মেহেদী হাসান মিঠুন (২৪), মোজাম্মেল ভূঁইয়া (৪৪), জাহিদুল আলম (২৪) ও মাসুমা আক্তার রিয়া (২২)।
অন্যদিকে, পৃথক এক অভিযানে আশুলিয়ার কান্দাইল এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ আরও তিন যুবককে আটক করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন— রাজশাহীর জামিরা হাটপাড়া এলাকার নায়ন আলী (২৮), আশুলিয়ার কান্দাইল এলাকার বাবর হোসেন বাবুল (৪৫) এবং বগুড়ার ফুলবাড়ি এলাকার মো. গোলাম রাব্বি (১৮)।
যৌথ বাহিনীর আরেকটি বিবৃতিতে বলা হয়েছে, অবৈধ অস্ত্রের মাধ্যমে কান্দাইলের রাজা-বাদশা মার্কেট এলাকায় প্রভাব বিস্তার করছিল কিছু দুর্বৃত্ত। এরই ধারাবাহিকতায় একাধিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশি অস্ত্র ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আশুলিয়া থানা পুলিশ জানায়, যৌথ অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
