AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিউইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে শিশুসহ নিহত ৫


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৩৩ এএম, ২৩ আগস্ট, ২০২৫

নিউইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পর্যটকবাহী একটি বাস উল্টে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে বাফেলো শহর থেকে প্রায় ২৫ মাইল দূরে পেমব্রোক এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর জানিয়েছে সংবাদ সংস্থা এপি।

পুলিশ কর্মকর্তা আন্দ্রে রে জানান, ৫৪ জন যাত্রী নিয়ে বাসটি নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউইয়র্ক সিটির পথে যাচ্ছিল। এ সময় চালক মনোযোগ হারিয়ে ফেললে বাসটির নিয়ন্ত্রণ যায়। গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে খাদে উল্টে যায়। এতে কেউ ভেতরে আটকা পড়েন, আবার কেউ ছিটকে বাইরে পড়ে যান। পরে উদ্ধারকর্মীরা তাদের বের করে আনেন।

নিউইয়র্ক পুলিশ বলছে, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। দুর্ঘটনার খবর পাওয়ার পর আটটি হেলিকপ্টার এবং একাধিক উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

বাসটিতে ভারত, চীন ও ফিলিপাইনের নাগরিকসহ বিভিন্ন দেশের পর্যটক ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, কোনো যান্ত্রিক ত্রুটি নয়, বরং চালকের অবহেলাই দুর্ঘটনার কারণ। চালক বেঁচে গেছেন এবং তদন্তকারীদের সহযোগিতা করছেন বলে নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তা আন্দ্রে রে।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!